প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ৬২ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে ইউজিসি। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ১১ জন স্বর্ণ পদক পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর পর ৯ জন করে পাচ্ছেন রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।
এর মধ্যে ঢাবি’র বিজ্ঞান অনুষদ থেকে সর্বোচ্চ ৩.৯৯ পয়েন্ট নিয়ে মোঃ মুদাসসির হোসাইন আকিব, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে স্বপ্নিল সায়ান সাহা, জিন প্রকৌশল থেকে শায়ান শাহরিয়ার; রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরিফুল ইসলাম (৩.৮৭);
বিজ্ঞান অনুষদের বন ও পরিবেশবিজ্ঞান ইন্সটিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ নূর আলী। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নেওয়াজ জামিল (৩.৮৪)। জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে তাহসিনা শামস সাদিয়া (৩.৯৭) এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের সমুদ্রবিজ্ঞান বিভাগ থেকে রাইয়ান আহমেদ (৩.৮১)।
এছাড়াও ৬২ জন এই সম্মাননা পাচ্ছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এর মধ্যে একক বিশ্ববিদ্যালয় হিসেবে সর্বোচ্চ ৮ জন প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পাচ্ছেন হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরা হলেন মোছাঃ অনন্যা খাতুন (কৃষি); আল জান্নাতুন নূর (ইইই), নুসরাত আফরিন শিল্পা (ফাইন্যান্স), ফারজানা খাতুন (মৎস্য); সুজানা দঙ্গল (গবাদী পশু), রিশাত হোসাইন (বিজ্ঞান), বাবর আহমেদ (অর্থনীতি) ও আফরোজা সুলতানা (প্রকৌশল)।
তালিকায় যথাক্রমে ৭ জন করে শিক্ষার্থী রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ছয়জন শিক্ষার্থী রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তালিকায় পাঁচজন শিক্ষার্থী রয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তির তালিকায় চারজন করে শিক্ষার্থী নিয়ে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েএবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।
তিনজন করে শিক্ষার্থী নিয়ে এরপরেই তালিকায় রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।
এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে (শাবিপ্রবি) প্রমোদ চন্দ্র বৈদ্য (পদার্থ বিজ্ঞান), নুসরাত জাহান তিশা (অর্থনীতি), সাদিয়া সিনতি দিশা (বায়োকেমিস্ট্রি), মাহবুব আলম (খাদ্য প্রকৌশল), সাদিয়া রায়হানা আক্তার (ব্যবসায় প্রশাসন), অঞ্জনা কুরি (বন ও পরিবেশ বিজ্ঞান) এবং মহেশ আচার্য (চিকিৎসা বিজ্ঞান) পাচ্ছেন এই সম্মাননা।
একইভাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে (পবিপ্রবি) শারমিন সুলতানা (কৃষি), মনিষ সাহা (কম্পিউটার বিজ্ঞান), শরিফুল ইসলাম (হিসাব বিজ্ঞান), সঞ্জিতা রানী পাল (প্রাণী বিজ্ঞান), রীতু পর্ণা দাশ (মৎস্য), মারুফ ইয়াসমিন জামি (পরিবেশ বিজ্ঞান) ও মোহাম্মাদ হাসিব (পুষ্টি বিজ্ঞান) পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক।
পাশাপাশি একই সম্মননায় ভূষিত হচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে (যবিপ্রবি) অমিত কুমার মন্ডল (ইইই), মোছা: হোসনে আরা আক্তার (পুষ্টি বিজ্ঞান), সাবনিল বিশ্বাস (মৎস্য), রায়হান চৌধুরী (শরীর বিজ্ঞান), মো: ইসমাইল (রসায়ন) ও আতিকুর রহমান (ইংরেজি)।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে (বুয়েট) নিয়াজ মোহাম্মাদ জাফরি (নকশা প্রকৌশল), সুমাইয়া আফরোজ সোমা (সিভিল), শিহাব সারার আহমেদ (ইইই), আবরার আমিন খান (যন্ত্র প্রকৌশল) এবং নিশাত তাবাসসুম (রাসায়নিক) পাশেন এই সম্মাননা।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে (মাভাবিপ্রবি) মাহমুদুল হাসান (কম্পিউটার প্রকৌশল), শারমিন আক্তার (লাইফ সায়েন্স), সুলতানা রাজিয়া (বিজ্ঞান) ও মো: মমিনুল ইসলাম (সমাজ বিজ্ঞান) পাচ্ছে প্রধানমন্ত্রী পদক।
এইক ভাবে এই পদক পাচ্ছেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে জোবায়দা সুলতানা (নকশা ও পরিকল্পনা), মাইশা কবির (সিভিল), মো: রাশেদুর রহমান (তড়িৎ ও কম্পিউটার) এবং রাধে শ্যাম নাথ যিশু (ম্যাকানিক্যাল)।
পদক প্রাপ্তির তালিকায় আছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি-৪জন) করিমুল ইসলাম (বিজ্ঞান), এস এম হাসনাত জামিল (সিভিল), তাসিরুল ইসলাম (অর্থনীতি) এবং মৌসুমী আক্তার (ব্যবসায় প্রশাসন)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি-৪জন) এস এম ইসমাইল হোসেন (হিসাব), রফিকুল ইসলাম (সমাজ বিজ্ঞান, সীমা রায় (ইংরেজি) এবং সুলতানা আঞ্জুমান (আইন) পাচ্ছেন প্রধানমন্ত্রী পদক।
এছাড়াও রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে (রাবিপ্রবি-৩ জন) সুমাইয়া তাবাসসুম (সিভিল), মহিউদ্দিন আহমেদ (ইইই) এবং মিফতাহুল মবিন চৌধুরী (ম্যাকানিক্যাল); খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে (৩ জন) মোহাইমেনুল ইসলমা (সিভিল), খাদিজাতুল কুবরা (ইইই) এবং ইসমাইল হোসাইন (ম্যাকানিক্যাল); ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে (৩ জন) (ডুয়েট) মো: পারভেজ (সিভিল), বিকাশ চন্দ্র বিশ্বাস (ইইই) এবং মো; ওসমান আলী (ম্যাকানিক্যাল); নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (৩ জন) সুবিদ বাবু সেন অমিত (কম্পিউটার বিজ্ঞান), নাজমুল হাসান (সমাজ বিজ্ঞান) ও বেলায়েত হোসেন (কৃষি বিজ্ঞান) এবারের প্রধানমন্ত্রী স্বর্ণপদক জিতেছেন।
আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পাচ্ছেন শিল্প উৎপাদ প্রকৌশল বিভাগের আলিজা শারমিন।







